জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডমিশন ২০২০-২১ আপডেট
█▒▒▒ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপডেট ▒▒▒█
.
🔰 জাবিতে এ বছর ভর্তি পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ আলাদা পরীক্ষা হতে পারে।
সম্ভাব্য মোট পরীক্ষার্থী ৮ লক্ষ।
সিটঃ ২১০০(প্রায়)
প্রতি সিটে প্রায় ৪০০ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।
বি.দ্র- জাবিতে,
১.সেকেন্ড টাইম থাকছে।
২.কোন সিলেকশন থাকছে না।
৩.ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আপডেট পাওয়া মাত্রই গ্রুপে জানিয়ে দেওয়া হবে।সবাই গ্রুপের সঙ্গেই থাকুন। আর সবার আগে আপডেট পেতে আমাকে সি ফাস্ট/এড /ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আমি পোস্ট করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।

No comments
Post a Comment